বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ডিবির জালে বন্দী ফেসবুক 'হ্যাকার'

নারীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক তরুণকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মাহমুদুল হাসান। মঙ্গলবার রাতে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ওই হ্যাকারকে আটক করা হয়। তার কাছ থেকে একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জানাতে গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ডিবির ডিসি (পূর্ব) মাহবুব আলম জানান, জিজ্ঞাসাবাদে হাসান জানান, তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। নিজেকে তথ্যপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ বলে দাবি করেন তিনি। ফিশিং, কি-লগার প্রোগ্রাম ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে থাকেন হাসান। তিনি একটি অ্যাকাউন্ট হ্যাক করেন এবং ভুক্তভোগীর ইউজার নেম বাছাই করে তার ব্যক্তিগত সব তথ্য ও ছবি হস্তগত করেন। পরে ভুক্তভোগীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে চ্যাট করেন।

সর্বশেষ খবর