বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা
শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবি

আগামী বছরই উত্তরার ফ্ল্যাট বিতরণ

আগামী বছরের মধ্যেই উত্তরায় নির্মাণাধীন ফ্ল্যাট বিতরণ সম্ভব হবে বলে সংসদীয় কমিটিকে আশ্বস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। একই সঙ্গে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন ও যানজট দূরীকরণে ১ লাখ ৪৯ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম শহর রক্ষা বাঁধ ও বাইপাস রোড প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে কমিটিকে অবহিত করে মন্ত্রণালয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গৃহীত এসব উন্নয়ন প্রকল্প সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কমিটিকে জানায়, উত্তরায় নির্মাণাধীন ফ্ল্যাট প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে, আগামী বছরের ডিসেম্বরে ফ্ল্যাট বিতরণ কার্যক্রম শুরু করার বিষয়ে তারা আশা প্রকাশ করেন।

এদিকে শিক্ষা খাতে বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানোর জন্য সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কমিটির সভাপতির নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এমপিওভুক্তিসহ শিক্ষা খাতের বিরাজমান অবস্থা তুলে ধরবেন কমিটির সদস্যরা। একই সঙ্গে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনহীন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সর্বশেষ খবর