শিরোনাম
শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

চসিকে মেয়রের শুদ্ধি অভিযান

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন শুদ্ধি অভিযানে নেমেছেন। তিনি চসিকে অভ্যন্তরীণ প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেন বলে জানা যায়। চসিক সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পরপরই চসিক কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া সংবর্ধনায় মেয়র বলেছিলেন, 'কাউন্সিলরদের নগর ভবনে অহেতুক ঘুর ঘুর করার কোনো প্রয়োজন নেই। তারা জনগণের স্বার্থে স্থানীয় ওয়ার্ড অফিসেই অবস্থান করবেন। এরপর সোমবার থেকে নগর ভবনের তৃতীয় তলায় থাকা 'কাউন্সিলরদের কক্ষটি' সংস্কার করে চসিক সম্মেলন কক্ষে রূপান্তর করা হচ্ছে। অন্যদিকে, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় কর্মরত চসিকের ১২ কর্মচারীকে কর্মস্থলে ফিরে আসার নির্দেশ দেন। এ ছাড়া আমীর হোসেন নামে চসিকের রাজস্ব বিভাগের এক কর্মচারী দীর্ঘদিন ধরে নগর আওয়ামী লীগের কার্যালয়ের অফিস সহকারীর কাজ করে আসছেন। তাকেও চসিকের আট ঘণ্টা দায়িত্ব শেষে 'দলের জন্য দরদ থাকলে' কাজ করার নির্দেশ দেন।

সর্বশেষ খবর