বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশের অগ্রগতি বিস্ময়কর : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

দ্রুত সময়ে বাংলাদেশের অগ্রগতি বিস্ময়কর বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট বিপর্যয় বিষয়ে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি ও বিল্ট এ কর্মশালার আয়োজন করে। বাণিজ্যমন্ত্রী বলেন, এখন আর কেউ আমাদের তলাহীন ঝুড়ি বলতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের বড় বড় নেতা এদেশের উত্থানে প্রশংসা করছেন। বাংলাদেশের উত্থান আজ সত্যি বিস্ময়কর। মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আমরা ৬০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যার মধ্যে ৫০ বিলিয়ন ডলার আসবে পোশাক খাত থেকে। অনুষ্ঠানে এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ বক্তব্য রাখেন।

তৈরি পোশাকে সহযোগী হচ্ছে জার্মান : বাংলাদেশের তৈরি পোশাক খাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ বিষয়ে আমরা জার্মানির সহযোগিতা পাব। গতকাল গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর