শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শাক-সবজির দাম বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক

শাক-সবজির দাম বেড়েই চলেছে

রাজধানীর কাঁচাবাজারে বেড়েই চলেছে শাক-সবজির দাম। চলতি সপ্তাহেও কাঁচাবাজারে দর বৃদ্ধির আঁচ কমেনি। অধিকাংশ সবজি কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। শীতের নতুন সবজি বাজারে না আসায় এ দাম বৃদ্ধির কারণ বলে দাবি বিক্রেতাদের। শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। গত সপ্তাহে এর দাম ছিল ৪০ টাকা। এ ছাড়া টমেটো, বেগুন ও কচুরমুখীর দামও ১০ টাকা বেড়েছে। গতকাল রাজধানীর কাঁচাবাজারে প্রতি কেজি টমেটো ১২০, বেগুন ৯০ ও কচুরমুখী ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। লাউ প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে বরবটির দাম ১০ টাকা কমে গতকাল প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। এদিকে, বিভিন্ন বাজারে অস্থিরতা বিরাজ করছে কাঁচামরিচের দামে। আর করলার দাম প্রতি কেজি ৭০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর