শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
কাল দুর্গোৎসব শুরু

মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল ১৮ অক্টোবর ঢাকের বাদ্যের তালে তালে পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে শুরু হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। তাই শেষ মুহ‚র্তে নির্ঘুম সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। চলছে মন্দিরে মন্দিরে সাজসজ্জা, প্রতিমায় শিল্পীর শেষ আঁচড় আর আরাধনার প্রস্তুতি। হিন্দু ধর্মাবলম্বীসহ সবাই মেতে উঠবেন বাঙালির এই সার্বজনীন উৎসবে।

আগামী সোমবার মহাষষ্ঠী, মঙ্গলবার মহাসপ্তমী, বুধবার মহাঅষ্টমী ও সন্ধিপূজা, বৃহস্পতিবার একই দিনে মহানবমী ও মহাদশমী অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার দেবী মর্ত্যলোক ছেড়ে কৈলাশে স্বামীগৃহে প্রত্যাবর্তন করবেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর রাজধানীর ২২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আর সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে, পূজাকে ঘিরে রাজধানীসহ সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর