শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পানির অপচয়রোধে মিটার বসাচ্ছে সিসিক

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরীর চাহিদার অর্ধেক খাবার পানিও সরবরাহ করতে পারছে না সিটি করপোরেশন। গ্রাহকদের অপচয়ের কারণে পানির সংকট আরও বেড়ে গেছে। সিটি করপোরেশনের সরবরাহকৃত পানির প্রায় সিকিভাগ গ্রাহকদের অপচয়ে নষ্ট হচ্ছে। এ অবস্থায় অপচয়রোধ ও পানি ব্যবহারে মিতব্যয়ী করতে গ্রাহকদের লাইনে মিটার বসানোর উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। সিসিকের ৭ অক্টোবরের মাসিক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সূত্র জানায়, সিলেট সিটি করপোরেশনের ভেতরে প্রতিদিনের সুপেয় খাবার পানির চাহিদা প্রায় ৮ কোটি লিটার।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর