মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

র‌্যাব-৮ এর বর্ষপূর্তিতে বরিশালে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

বরিশালসহ দক্ষিণাঞ্চলের সন্ত্রাস ও জঙ্গি দমনের জন্য গঠিত বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাব-৮ এর দশম বর্ষপূর্তি আজ। জানা যায়, গত ১ বছরে দেশি-বিদেশি ১৪১টি আগ্নেয়াস্ত্র, ৭২৯ রাউন্ড গুলি, ২৬৬টি ককটেল ও বোমা, ১১টি ম্যাগাজিন এবং ৮৯টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৮। এ সময় আটক করেছে ৫৮ অস্ত্রধারীকে। এ ছাড়া বাঘের চারটি ও হরিণের ৫১টি চামড়াসহ ৩ পাচারকারীকে আটক করে র‌্যাব। এ ছাড়া বাঘের ২৪টি হাড়, ২৯টি দাঁত ও একটি মাথা উদ্ধার করে তারা। এক বছরে বন ও জলদস্যু বাহিনীর চার শীর্ষ নেতা এমাদুল হাওলাদার, ছগির হাওলাদার, মো. কামরুল শেখ ও নুরুজ্জামানসহ তাদের ১৪ সহযোগী র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। অত্যাধুনিক অস্ত্র ও গুলিসহ আটক হয়েছেন ১৮ জন।  দশম বর্ষপূর্তি উপলক্ষে আজ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর