মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কর্মকর্তাদের সমাবেশ আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বেতন স্কেলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও পদোন্নতির ক্ষেত্রে সবার সমান সুযোগসহ ৬ দফা দাবিতে সমাবেশ করেছে বিসিএস সমন্বয় পরিষদের ২৬ ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস। সঙ্গে দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন ২৬ ক্যাডারের শীর্ষ নেতারা। গতকাল দুপুরে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলা পরিষদের হস্তান্তরিত দফতরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বিলে নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের স্বাক্ষর প্রদানের সিদ্ধান্ত বাতিল, পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং উপজেলা থেকে কেন্দ্রীয় পর‌্যায়ে সব বিভাগের সর্বোচ্চ কর্মকর্তাদের পদমর‌্যাদা এক করার দাবি জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর