মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

১০ জাহাজকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিশেষ অভিযানে ১০টি জাহাজকে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বন্দর চ্যানেল ব্লক করে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যথাযথ সনদ ও নিরাপত্তা সরঞ্জাম না থাকা এবং ওভারলোডিংসহ নানা অপরাধে এ জরিমানা আদায় করা হয়। তাছাড়া ওটি রাঈন-১ নামের একটি ট্যাংকারের বকেয়া থাকা ৭৮ হাজার টাকা আদায় ও অবৈধভাবে বন্দর জেটি এলাকায় অনুপ্রবেশের দায়ে মো. জসিম নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম গতকাল সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।  নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম বলেন, বন্দরের কর্ণফুলী চ্যানেলে জাহাজ চলাচল নির্বিঘ্ন ও নিয়ম-কানুন পালন নিশ্চিতের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০টি জাহাজকে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এমভি টিএলএন-২৭ নামের ১০টি লাইটারেজ জাহাজ ও অয়েল ট্যাংকারকে জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর