মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিপ্লবের জামিন নামঞ্জুর হীরার স্ত্রী- ভাই আটক

জাপানের নাগরিক হত্যা

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলার আসামি বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লবের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে বিপ্লবের পক্ষে আইনজীবী একরামুল হক ও আফতাব উদ্দিন জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক শফিউল আলম জামিন নামঞ্জুর করে বিপ্লবকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২ নভেম্বর হাজিরার পরবর্তী দিন ধার্য করেন আদালত। গত ৩ অক্টোবর সকালে কোনিও হত্যার পরপরই রংপুর মহানগর বিএনপির সদস্য বিপ্লবকে আটক করে পুলিশ। পরে তাকে কোনিও হত্যা মামলায় আসামি দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। চার দিনের মাথায় রিমান্ড বাতিল করে বিপ্লবকে কারাগারে পাঠানো হয়। বিপ্লব ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেলের ছোট ভাই।  এদিকে, আরেক আসামি হুমায়ুন কবীর হীরার দ্বিতীয় দফা রিমান্ড গতকাল শেষ হয়েছে। তাকে আবারও রিমান্ডে নেওয়া হবে নাকি কারাগারে পাঠানো হবে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তদন্ত কর্মকর্তা। অপরদিকে, হীরার ছোট ভাই জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক কামাল হোসেন ও হীরার স্ত্রী সুলতানা বেগম রুমিকে আটক করেছে পুলিশ। পাঁচ দিন আগে তাদের বাড়ি থেকে তুলে আনা হলেও গোপন রাখা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর