মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চারুকলায় ক্যামেলিয়া স্মরণে দলবদ্ধ প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

চারুকলায় ক্যামেলিয়া স্মরণে দলবদ্ধ প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার একসময়ের প্রিয়মুখ, প্রিয় শিক্ষার্থী প্রয়াত ক্যামেলিয়া পারভীন স্মরণে শুরু হয়েছে ‘স্মৃতির অনুরণন’ শীর্ষক ছয় দিনের দলবদ্ধ প্রদর্শনী। এর আয়োজন করেছেন ক্যামেলিয়া পারভীনের ১৯ জন সহপাঠী।

গতকাল চারুকলার জয়নুল আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী হাশেম খান। এতে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী অধ্যাপক আবুল র্বাক আলভী। সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন। অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করেন শ্রাবন্তী। এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন শিল্পী জেমরিনা হক। ১৯ জন শিল্পীবন্ধুর ৩৭টি এবং প্রয়াত শিল্পী ক্যামেলিয়া পারভীনের ৬টি- এ ৪৩টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। এই শিল্পীরা হলেন মাকসুদুল আহসান, হেলালউদ্দিন, শামীম আহমেদ, মীর আহসান, সালমা কানিজ, হৃপশিখা বানু, সুতনুকা হক, সুনীতি চাকমা, মৃণাল সাহা, জিএম জোয়ার্দার প্রমুখ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব শ্রেণির দর্শনার্থীর জন্য প্রদর্শনীটি উš§ুক্ত থাকবে। ২৪ অক্টোবর শেষ হবে প্রদর্শনী। প্রসঙ্গত, ৭ বছর আগে ১৯ অক্টোবর ৪৩ বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করেন চিত্রশিল্পী ক্যামেলিয়া পারভীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর