বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কোটি টাকার টেন্ডার নিয়ে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের সিভিল সার্জন কার্যালয়ে কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। গোপন টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে একটি পক্ষকে কাজ পাইয়ে দিতে গতকাল শেষ দিনে দরপত্র বিক্রি না করার অভিযোগ করা হয়েছে। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে দরপত্র পাঠানোর কথা উল্লেখ থাকলেও সিভিল সার্জন কার্যালয় থেকে কোনো দরপত্র পাঠানো হয়নি।

জানা গেছে, ওষুধ সামগ্রী (ইডিসিএল-বহির্ভূত), যন্ত্রপাতি (সার্জিক্যাল) ক্রয় ও মেরামত, লিনেন সামগ্রী, গজ ব্যান্ডেজ তুলা, কেমিক্যাল রি-এজেন্ট এবং আসবাবপত্র (কিচেন সামগ্রী) ক্রয় ও মেরামতের (স্টিল ও কাঠের) ছয় গ্রুপ কাজের জন্য ১ অক্টোবর দরপত্র আহ্বান করেন সিভিল সার্জন। অভিযোগ উঠেছে, সিভিল সার্জনের ঘনিষ্ঠ ঠিকাদার মরণবাবুকে এ কাজ পাইয়ে দিতে নামসর্বস্ব পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ঠিকাদার নূর সাঈদী জানান, তিনি ৩ দিন ধরে সিভিল সার্জন কার্যালয়ে ঘুরেও দরপত্র কিনতে পারেননি। দরপত্র কিনতে গেলে ঠিকাদার মরণবাবুর সঙ্গে যোগাযোগ করতে বলেন হিসাবরক্ষণ কর্মকর্তা জাহিদা আনোয়ার মুন্নী। গতকাল দরপত্র বিক্রির শেষ দিনে সংশ্লিষ্ট শাখার কাউকে পাওয়া যায়নি। সব কক্ষে তালা ঝুলিয়ে সংশ্লিষ্টরা উধাও হয়ে যান। তোতা মোল্লা-রিফাত বিল্ডার্সের ঠিকাদার শাহারিয়ার রিয়াজ জানান, বার বার সিভিল সার্জন কার্যালয়ে তালিকাভুক্ত ঠিকাদার হতে গেলেও তারা তালিকায় অন্তর্ভুক্ত করেননি। ঠিকাদার মরণবাবু, হাসিব মল্লিক, নোমান মল্লিক, রেজাউল করিমসহ পাঁচ-ছয় জনের সিন্ডিকেট সিভিল সার্জন কার্যালয়ের টেন্ডার নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেন তিনি।

সর্বশেষ খবর