বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ওলামা লীগের একাংশের বিরুদ্ধে আরেক অংশের জঙ্গিবাদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী ওলামা লীগের একাংশের নেতারা অন্য অংশের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ এনেছেন। গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনে মাওলানা ইলিয়াছ হোসাইন বিন হেলালী ও মাওলানা দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন আওয়ামী ওলামা লীগ এ অভিযোগ করে। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আনসারুল্লাহ বাংলা টিম কর্তৃক হত্যার হুমকি ও সাম্প্রদায়িক জঙ্গিবাদ রাজনীতির প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন বলেন, কিছু দিন যাবৎ আমরা লক্ষ্য করছি ‘আওয়ামী ওলামা লীগ’-এর নাম ব্যবহার করে হাসান শরীয়তপুরী ও আখতার হোসেন বুখারী আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য ও সুনাম নষ্টের চক্রান্তে লিপ্ত হয়েছেন। অথচ তারা ওলামা লীগের কেউ নন। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাদের অনেক আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কিছু দিন নীরব থাকার পর বর্তমানে ওলামা লীগের ব্যানারে তারা হাওয়া ভবনের দালালদের অর্থায়নে বিএনপি, জামায়াত-শিবির ও হেফাজতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন। তাদের আর জঙ্গিদের কার্যক্রমের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। সংগঠনের সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী সাংবাদিকদের প্রশ্নের          জবাবে বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের নামে একটি অজ্ঞাত ই-মেইল থেকে      সব গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর