শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাহারে মিয়ানমারের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

জেনেভায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে আগত মিয়ানমারের এমপি ও ইন্টারন্যাশনাল রিলেশনস কমিটির সভাপতি হালা মাইন্ট উ বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাহারের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সঙ্গে জেনেভায় বুধবার বৈঠককালে মিয়ানমার প্রতিনিধি এ আশ্বাস দেন। এর আগে ডেপুটি স্পিকার মিয়ানমার সংসদের এমপি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সভাপতির প্রতি বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাহারের আহ্বান জানান। জবাবে মিয়ানমার প্রতিনিধি বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া জেনেভায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে যোগদানকালে থাইল্যান্ড, মিয়ানমার, ভুটানসহ মধ্যপ্রাচ্যের ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

সর্বশেষ খবর