শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সীমানা পিলার না থাকায়...

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দুই বছর আগে পদ্মাগর্ভে বিলীন হয়ে যাওয়া সীমানা পিলারের স্থান পুনর্নির্ধারণ না করায় সীমান্তের জমির ফসল নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহী সীমান্তে বসবাস করা কৃষকরা। এরই মধ্যে ভারতীয় কৃষকরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এ দেশের কৃষকদের ক্ষেতের ফসল নষ্ট করতে শুরু করেছেন। অনেকের ক্ষেত দখলেরও চেষ্টাও চালাচ্ছেন। এ নিয়ে পবা উপজেলার সোনাইকান্দির ফিরোজা শিকদারসহ কয়েকজন কৃষক রাজশাহীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি সীমান্তের জমি রক্ষায় সীমানা নির্ধারণসহ নতুন করে পিলার স্থাপনের আবেদন জানিয়েছেন। জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় দুই বছর থেকে সীমান্তসংলগ্ন চরাঞ্চলের বাংলাদেশ ভূখণ্ডের ব্যাপক এলাকা নদীগর্ভে তলিয়ে যায়। সরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক গাছপালা ও কৃষকের ক্ষেত তলিয়ে যায়। সেই সঙ্গে তলিয়ে যায় বাংলাদেশ-ভারতের সীমান্ত পিলার। গেল বর্ষায় ওইসব সীমান্ত পিলার এলাকা ডুবে থাকলেও এখন অনেকটা জেগে আছে। এবার জেগে ওঠা জমিতে সীমান্তবর্তী কৃষকরা মাষকলাইসহ অন্যান্য সবজি আবাদ করেছেন। তবে ভারতীয় কৃষকরা এপারে প্রবেশ করে বাংলাদেশি কৃষকের চাষ করা ফসলের ক্ষেত নষ্ট করে দিচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর