শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
এইচআরডব্লিউর প্রতিবেদন

বাল্যবিয়ে রোধে পিছিয়ে পড়ছে বাংলাদেশ  

প্রতিদিন ডেস্ক

বাল্যবিয়ে রোধে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, ২০১৫ সালের জুলাইয়ে যুক্তরাজ্যের লন্ডনে গার্ল সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নিচে আর ২০৪১ সালের মধ্যে ১৮ বছরের নিচে শিশুদের বিয়ে বন্ধের ঘোষণা দিয়েছিলেন। তবে এখনো বাংলাদেশে ২৯ শতাংশ কন্যাশিশুর বিয়ে হচ্ছে ১৫ বছরের মধ্যে, যা বিশ্বের বাল্যবিয়ের দিক থেকে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার এইচআরডব্লিউর নারী অধিকার বিভাগের জ্যেষ্ঠ গবেষক হেদার বারের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে এখনো ১৮ বছরের মধ্যে ৬৫ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। ১১ বছরের মধ্যে ২ শতাংশ কন্যাশিশুর বিয়ে হয়ে যাওয়ার কথা উলে­খ করে একে ‘ভয়ানক তথ্য’ হিসেবে অভিহিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘লন্ডনে গার্ল সামিটে বাল্যবিয়ে রোধের অঙ্গীকারের কয়েক সপ্তাহের মধ্যেই শেখ হাসিনার সরকার বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করার প্রস্তাব করে। মানবাধিকারকর্মী এবং আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর প্রতিবাদের পর মেয়েদের বিয়ের বয়স কমানো হবে না বলে নিশ্চয়তা দেয় সরকার। কিন্তু তারা গোপনে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ের অনুমতির জন্য একটি প্রস্তাব নিয়ে এগোচ্ছে। সাম্প্রতিক খবর হলো, এ আইনের খসড়া প্রস্তাবটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ হেদার বার তার প্রতিবেদনে বলেন, ‘এটি বাল্যবিয়ে বন্ধের কোনো পথ নয়। এ দেশে মা-বাবারাই বেশির ভাগ ক্ষেত্রে ১৬ বছর বয়সে তাদের মেয়েদের বিয়ের ব্যবস্থা করে থাকেন।

সর্বশেষ খবর