শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

লালনের গানে মুগ্ধ ভক্তরা

সাংস্কৃতিক প্রতিবেদক

লালনের গানে মুগ্ধ ভক্তরা

সাঁইয়ের অমিয় বাণী আর সুর স্বকণ্ঠে ধারণ করে সাঁইয়ের সাধনার এক ভিন্ন পরিবেশ সৃষ্টি করলেন লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীন। সংগীত নয় যেন লালনের দীক্ষায় ভক্তদের দীক্ষিত করার এক প্রচেষ্টায় মেতে উঠলেন শিল্পী। সুরের এ আসর পরিণত হয় সাধনা আর ধ্যানে। সাঁইজির সুরের সমুদ্রে নিমজ্জিত হয়ে দেহতত্ত¡ আর সৃষ্টির রহস্য খুঁজে বেড়ানোর চেষ্টা করলেন মিলনায়তনভর্তি দর্শক-শ্রোতা। ফরিদা পারভীনও একের পর এক গান গেয়ে মঞ্চ থেকে সমগ্র মিলনায়তনে ছড়িয়ে দিচ্ছিলেন সাঁইজির অমিয় বাণী আর সুর। এ সুর যেন অসুরকে প্রতিহত করার সুর, এ সুর যেন অসুন্দরের মাঝ থেকে সুন্দরকে খুঁজে ফেরার চেষ্টা। এমন চিত্রই পরিলক্ষিত হয়েছিল লালন রিসার্চ ফাউন্ডেশনের দুই দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধনী সন্ধ্যায়। গত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয় এ আয়োজন। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক ড. আনোয়ারুল করিম। ফাউন্ডেশনের সভাপতি আবু ইসহাক হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ড. বি এন দুলাল। সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন ফাউন্ডেশনের দফতর সম্পাদক দুলাল গোমস্তা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর