মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
মেডিকেল প্রশ্নফাঁস

বিএমএর বক্তব্য অমূলক দাবি আন্দোলনরতদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সত্যতা নেই বলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দেওয়া বক্তব্যকে অমূলক দাবি করেছে আন্দোলনকারী ভর্তিচ্ছুরা। বিএমএর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র-অভিভাবক ফোরামের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। এ সময় লিখিত বক্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থী আয়াতুল্লাহ হাসনাত বেহেস্তি বলেন, বিএমএ প্রশ্নফাঁস হয়নি বলে যে বিবৃতি দিয়েছে তা অমূলক। কোনো প্রকার তদন্ত ছাড়াই তারা আমাদের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। আমরা তাদের এ কথার নিন্দা জানাই। তিনি বলেন, বিএমএ প্রশ্নফাঁসের অভিযোগের কোনো প্রমাণপত্র দাখিলের সুযোগ আমাদের দেয়নি। তদন্ত কমিটি নিয়ে আমাদের দাবির প্রতিও কোনো কর্ণপাত করেনি। আমরা বদ্ধঘরে কোনো তদন্ত চাইনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর