বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পুলিশকে গাড়ি দিতে আপত্তি বারভিডার

নিজস্ব প্রতিবেদক

মংলা বন্দরে আটকে থাকা ব্যবসায়ীদের আমদানি করা গাড়ি পুলিশ বাহিনীকে দিতে চরম আপত্তি জানিয়েছে আমদানিকারকদের সংগঠন বারভিডা। শুল্কায়ন জটিলতার নামে কয়েক বছর যাবৎ ২ হাজার ৭৯ ইউনিট গাড়ি আটকে আছে। সংকট নিরসনে মংলা বন্দরের গাড়ি খালাসে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়ে বারভিডা বলেছে, পুলিশ কার গাড়ি নেবে, কীভাবে গাড়ি নেবে, তার কি দাম হবে, এসব কিছু ঠিক না করেই তাদের পছন্দমতো গাড়ি দেওয়া যাবে না। এটা আইনেও নেই। মংলা বন্দরে আটকে থাকা গাড়ির ওপর এমন আক্রোস বোধগম্য নয় বলেও মনে করে বারভিডা। সেই সঙ্গে এ সিদ্ধান্ত কার্যকর হলে ব্যবসায়ীদের পথে বসতে হবে বলে উল্লেখ করেন। গতকাল রাজধানীতে গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সর্বশেষ খবর