শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

তদন্ত প্রতিবেদন অভিযুক্ত চিকিৎসকদের দায়মুক্তির রক্ষাকবচ!

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

তদন্ত প্রতিবেদন অভিযুক্ত চিকিৎসকদের দায়মুক্তির রক্ষাকবচ!

সড়ক দুর্ঘটনায় পা হারায় শিশু ওয়াহেদা বেগম। ‘চিকিৎসকদের অবহেলায়’ একটি হাতও কেটে ফেলতে হয়। এ ঘটনায় ওয়াহেদার পিতার লিখিত অভিযোগে গঠিত হয় তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনে ‘চিকিৎসকের ভুলে  হাত কাটা হয়নি’ বলা হয়। এ তদন্ত প্রতিবেদনই অভিযুক্ত চিকিৎসকদের দায়মুক্তির রক্ষাকবচ হিসেবে রূপ লাভ করেছে। চমেক হাসপাতালের পরিচালক বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে শিশু ওয়াহেদার চিকিৎসায় অবহেলা চলছে বলে অভিযোগ করেছে শিশুর পরিবার। ওয়াহেদার মা মরিয়ম বেগম বলেন, গত কয়েক দিন ধরে চিকিৎসায় অবহেলা করা হচ্ছে। জানা যায়, গত ২৪ আগস্ট সড়ক দুর্ঘটনায় বাম পায়ে আঘাত পায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চানপুর এলাকার মাংসের দোকানের কর্মচারী মোজাহের আহমদের মেয়ে ওয়াহেদা বেগম (৫)। ওই দিনই চমেক হাসপাতালে তার বাম পা অস্ত্রোপচার করে কেটে ফেলা হয়। ১৭ সেপ্টেম্বর শিশুটির বাম হাতও অস্ত্রোপচারে কেটে ফেলা হয়। পরে ভুল চিকিৎসার অভিযোগ এনে ২১ সেপ্টেম্বর হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন শিশুর বাবা মোজাহের আহমদ। এ ব্যাপারে সার্জারি বিভাগের প্রধান ডা. এস এম আশরাফ আলীকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন পরিচালক বরাবর জমা দেয়।  

সর্বশেষ খবর