শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রাম নগর ছাত্রলীগে বিভক্তি

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগে বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে। বিভক্তিকে কেন্দ্র করে সংগঠনের পদস্থ শীর্ষ কয়েকজন নেতা সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াই আলাদাভাবে বহিষ্কৃত এক ছাত্রলীগ নেতার পক্ষে মিছিল-সমাবেশ করেছেন। একই সঙ্গে সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুবলীগের এক নেতার পক্ষে সমাবেশ করেন নগর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতারাও। এ নিয়ে নগর ছাত্রলীগের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় পদস্থ নেতাসহ একাধিক নেতা-কর্মী কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান করে নিতে ‘কৌশলী’ ভ‚মিকা নিয়ে মাঠে কাজ করলেও প্রকাশ্যে নেই বলেও জানান ছাত্রলীগের শীর্ষ কয়েকজন নেতা। চট্টগ্রামের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের কোনো ধরনের অপকর্মের দায় নিবে না জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক চিঠি দিয়েছেন চট্টগ্রাম আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে। দলীয় সূত্রে জানা যায়, ২২ অক্টোবর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মো. সাইফুল ইসলাম লিমনকে ২০১৩ সালের ২৪ জুন বাংলাদেশ ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার করা হয় এবং অদ্যাবধি সেটি বহাল আছে। সাইফুল ইসলাম লিমন কর্তৃক সংঘটিত কোনো প্রকার অঘটন বা সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায় বাংলাদেশ ছাত্রলীগ বহন করবে না। এর আগে ১৩ অক্টোবর ‘বহিষ্কৃতদের নামের আগে ছাত্রলীগ না লেখার অনুরোধ’ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি। এরপর ১৭ অক্টোবর সর্বস্তরের ছাত্রসমাজ নামে একটি বিক্ষোভ মিছিল-সমাবেশ করা হয়। এ সময় নগর ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না।

সর্বশেষ খবর