শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রাম ওয়াসার এমডি তিন ঘণ্টা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাকে তৃতীয়-চতুর্থ শ্রেণির ১১৭ শ্রমিকের পদ বিলুপ্তির প্রক্রিয়া বন্ধের দাবিতে তিন ঘণ্টা অবরদ্ধ করে রাখা হয়। গতকাল সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ওয়াসা ভবনের দ্বিতীয় তলার নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন তিনি। পরে শ্রমিকদের দাবি বিবেচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের তাজুল ইসলাম বলেন, দাতা সংস্থার পরামর্শমতে কর্তৃপক্ষ তৃতীয়-চতুর্থ শ্রেণির ১১৭ শ্রমিকের পদ বিলুপ্তির পাঁয়তারা করছেন। অথচ প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদ বাড়ানো হচ্ছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ওয়াসার এমডিকে অবরুদ্ধ করে রাখেন। তিন ঘণ্টা পর এমডি শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে পদ বিলুপ্ত না করার দাবি বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেন।

সর্বশেষ খবর