শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বাসে বাড়তি ভাড়া নিলে মালিকেরও শাস্তি

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

বাসে বাড়তি ভাড়া নিলে মালিকেরও শাস্তি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফাদ গ্রুপের শীতাতপ নিয়ন্ত্রিত বাস সংযোজন কার্যক্রম উদ্বোধন করেন - বাংলাদেশ প্রতিদিন

রাজধানীতে নিয়ম অনুযায়ী বাসভাড়া না নেওয়া হলে চালকদের সঙ্গে তাদের মালিককেও শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ১ নভেম্বর থেকে সিএনজি অটোরিকশা মিটারে নির্ধারিত ভাড়ায় চালু হবে জানিয়ে মন্ত্রী বলেন, রাস্তায় নতুন উপদ্রব হলো মোটরসাইকেল। আগামী দুই মাস যাচাই-বাছাই করে এই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হবে। এ ক্ষেত্রে ফি কমিয়ে ডিসেম্বরের মধ্যে সারা দেশের মোটরসাইকেলগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফাদ অটোস লিমিটেডের বিলাসবহুল এসি ও নন-এসি বাসের বডি তৈরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বালাচন্দ্রান। এতে সভাপতিত্ব করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। পরে মন্ত্রী ফিতা কেটে ইফাদ অটোসের গাড়ি তৈরি কাজের উদ্বোধন এবং নবনির্মিত কয়েকটি গাড়ি পরিদর্শন করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর