শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জ্বালানি তেলের লাভ লোকসান জানতে চায় আইএমএফ

মানিক মুনতাসির

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি তেল বেচা-কেনার লাভ-লোকসানের হিসাব জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি অদ্যাবধি কত টাকা লাভ করেছে, লাভের টাকা কোথায় ব্যয় করা হচ্ছে এসব বিষয়ও জানতে চেয়েছে আইএমএফ। শুধু তা-ই নয়, বিপিসির কোনো ব্যাংক ডিপোজিট আছে কি না বা থাকলেও সেটির গতি শ্লথ কেন এর ব্যাখ্যাও চায় সংস্থাটি। এ ছাড়া বহির্নিরীক্ষক দ্বারা বিপিসির অডিট করানোর বিষয়ে সরকার কত দূর এগিয়েছে এর অগ্রগতিও জানতে চাওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ২৭ অক্টোবর আইএমএফের ঢাকা অফিস থেকে এ সংক্রান্ত একটি প্রশ্নপত্র বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব প্রশ্নের উত্তর পেতে, ইসিএফের সর্বশেষ দুই কিস্তি ছাড়ের বিষয়ে অগ্রগতি জানাতে এবং দেশের সার্বিক অর্থনীতি পর্যালোচনায় ৪ নভেম্বর ঢাকায় আসছে আইএমএফের একটি প্রতিনিধি দল। এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপ-প্রধান বডরিগো কুবেরো এতে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। সূত্রমতে, পরিশোধিত-অপরিশোধিত উভয় ধরনের জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে প্রায় দুই বছর ধরে নিæমুখী রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাজারে এর প্রভাবও পড়েছে। কিন্তু বাংলাদেশে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম কমেনি। বরং তেলের দাম উল্টো বাড়ানোর কথা ভাবছে সরকার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে আইএমএফ। এ জন্য বিপিসির লাভ-লোকসান, আয়-ব্যয় ও লাভের টাকা কোথায় ব্যয় হচ্ছে সেসব বিষয়ে জানতে চেয়েছে আইএমএফ।

সর্বশেষ খবর