শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

গ্যাস সংকটে দুর্ভোগ নগরবাসীর

নিজস্ব প্রতিবেদক

গ্যাস সংকটে দুর্ভোগ নগরবাসীর

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর প্রভৃতি তিতাস এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় বাসাবাড়িতে রান্নাবান্নার কাজে বিঘণ্ন ঘটছে। বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সহসা এ সংকট কাটবে না। গ্যাসের চাহিদার বিপরীতে জোগান কম, এ কারণেই এ সংকট। তিতাসের পরিচালক (অপারেশন) প্রকৌশলী আলী আশরাফ গতকাল বলেন, তাদের এলাকায় প্রয়োজন দিনে এক হাজার ৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। পেট্রোবাংলা সরবরাহ করছে প্রায় এক হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট। চাহিদা মতো গ্যাস না পাওয়া পর্যন্ত তিতাস এলাকায় সংকট কাটবে না। বাস্তবে ঘাটতিটা আরেকটু বেশি। তিতাসের পরিচালক এক হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুটের কথা বললেও পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, তিতাস এলাকায় দিনে গড়ে এক হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট দেওয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাসের চাপ খুবই কম। সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। ধানমণ্ডি, মগবাজার, হাজারীবাগ, মোহাম্মদপুর, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বাসাবো, মাণ্ডা, বনশ্রী, রামপুরা, আশকোনা, লালবাগসহ রাজধানীর বিস্তীর্ণ অঞ্চলে গ্যাসের চাপ কমে গেছে। মগবাজার পেয়ারাবাগের এক গৃহিণী বলেন, গ্যাসের চাপই থাকে না গভীর রাত পর্যন্ত।

 

সর্বশেষ খবর