শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শিক্ষকদের বেতন-বৈষম্য নিরসনে মন্ত্রিসভা কমিটির বৈঠক কাল

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল রবিবার দুপুর ১টায় অর্থ মন্ত্রণালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন-বৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর গতকাল সন্ধ্যা ৬টায় রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাসায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদউদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৈঠকে বসেন। বৈঠক শেষে ড. ফরিদউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৈতন-বৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠক করবে রবিবার। এ ছাড়া শিক্ষামন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের দাবি পূরণে আশা করছি একটি সমাধান আসবে। ড. মাকসুদ কামাল বলেন, রবিবার সকালে শিক্ষক ফেডারেশনের বৈঠক রয়েছে। সেখানে শিক্ষকরা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন। কেমন কর্মসূচি আসতে পারে জানতে চাইলে তিনি জানান, শিক্ষকরা মিটিং করে সিদ্ধান্ত নেবেন। আশা করছি আমরা একটি সম্মানজনক সমাধান পাব। আর কোনো কর্মসূচি দিতে হবে না আমাদের।  এর আগে গতকাল সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, বর্তমান সরকার শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের যৌক্তিক দাবি পূরণে সরকার সচেষ্ট রয়েছে। শিক্ষাঙ্গনে ক্লাস-পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণার লক্ষ্যে দ্রুত একটি কমিশন গঠনসহ বিদ্যমান গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সরকারকে গতকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। তারা বলেছিলেন, এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা লাগাতার কর্মবিরতি শুরু করবেন।

সর্বশেষ খবর