রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গ্রেফতার এড়াতে ভিন্ন পথে শীর্ষ সন্ত্রাসীরা

আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

গ্রেফতার এড়ানোসহ নিরাপদে থাকতে রংপুরে পুলিশ ও র‌্যাবের মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকা শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই ভিন্ন কৌশল অবলম্বন করেছেন। এদের কেউ ৪০ দিনের আর কেউবা স্বল্প দিনের জন্য দেশের বিভিন্ন এলাকার মসজিদে তাবলিগ জামাতে রয়েছেন। গত ৩ অক্টোবর দিন-দুপুরে দুর্বৃত্তের গুলিতে জাপানি নাগরিক হোশি কোনিও খুন হওয়ার পর থেকে খুনিদের সন্ধানে মাঠে নামে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। ব্ল্যাক রুবেল, মেরিল সুমন, হিটলার, ভরসা ও কাটা জাহাঙ্গীরসহ আট শীর্ষ সন্ত্রাসী আটকের খবর ছড়িয়ে পড়লে অন্যরা গা ঢাকা দেয়। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের চোখকে ফাঁকি দিতে এদের মধ্যে অনেকেই মুখে দাড়ি রেখেছেন। আবার অনেকেই যোগ দিয়েছেন তাবলিগ জামাতে। নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ সন্ত্রাসী বলেন, আগে অপরাধ জগতে ছিলাম। এখন ভালো হওয়ার চেষ্টা করছি। কিন্তু নগরীতে কিছু ঘটলেই র‌্যাব-পুলিশ হন্যে হয়ে আমাকে খোঁজে। তাই গ্রেফতার এড়াতে ৪০ দিনের চিল্লায় আছি। ফেরার মতো পরিবেশ না হওয়া পর্যন্ত চিল্লায় থাকব। জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, শীর্ষ সন্ত্রাসীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে। কেউ কেউ নাকি তাবলিগ জামাতে যোগ দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাদের অবস্থান সন্ধান করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর