সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জেএসসি-জেডিসিতে প্রথম দিনে অনুপস্থিত ৪১৮০৯ শিক্ষার্থী

মাদ্রাসা বোর্ডের দুই শিক্ষার্থী বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গতকাল শুরু হয়েছে। প্রথম দিনে ৪১ হাজার ৮০৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া মাদ্রাসা বোর্ডের দুই শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। গতকাল প্রথম দিনে জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর পরীক্ষা শেষ হবে। জেএসসি-জেডিসিতে মোট ২১ লাখ ৯৬ হাজার ৫৭১ জন পরীক্ষার্থী ছিল। প্রথম দিন পরীক্ষায় অংশ নিয়েছে ২১ লাখ ৫৪ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। আর ৪১ হাজার ৮০৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়- ঢাকা বোর্ডে অনুপস্থিত ১২ হাজার ৯২ জন, চট্টগ্রামে ২ হাজার ৩৯১ জন, রাজশাহীতে ৩ হাজার ৮৭২ জন, বরিশালে ২ হাজার ৮৫১ জন, সিলেটে ২ হাজার ১৫১ জন, দিনাজপুরে ৩ হাজার ৬২৫ জন, কুমিল্লায় ৩ হাজার ৮০৮ জন, যশোরে ৪ হাজার ৩৫৮ জন শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডে জেডিসিতে অনুপস্থিত ছিল ৬ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। গত বছর প্রথম দিনে ২ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত থাকলেও এবার তা ১ দশমিক ৯৪ শতাংশ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে জেএসসি-জেডিসি পরীক্ষা নকল মুক্ত করতে সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে মতিঝিল আইডিয়াল স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সারা দেশে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে ঝরে পড়া রোধ ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়ছে।

সর্বশেষ খবর