সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তবু শিবিরের হাত থেকে মুক্তি নেই!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে দল থেকে পদত্যাগ করে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে ছাড় পাচ্ছে না শিবির কর্মীরা। ভুল করে শিবিরে যুক্ত হয়েও এখন অনেকে তাদের রাহুগ্রাস থেকে মুক্ত হতে পারছে না। অনেকে পদত্যাগ করলেও শিবির তাদের ছাড়ছে না। এরই মধ্যে বাধ্য হয়ে এক নেতা শিবির থেকে পদত্যাগ করলেও তার নাম বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে। বাধ্য হয়ে ওই নেতা গতকাল রবিবার রাজশাহীর স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপন ছেপে শিবির ছাড়ার ঘোষণা দিয়েছেন। রাজশাহী নগরীর বড় বনগ্রাম বাগানপাড়া এলাকার দুরুল হুদার ছেলে সবুজ আলী পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শিবির থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শিবিরের ওই নেতা বিজ্ঞাপনে উল্লেখ করেন, কয়েকজন বন্ধুর পরামর্শে তিনি শিবিরে যোগ দেন। এর কয়েকদিনের মধ্যেই তাকে নগরীর ১৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক করা হয়। পরে তাকে জানানো হয় তাকে ওয়ার্ড শিবিরের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থেকেই তাকে ধ্বংসাত্মক কাজে নিয়োজিত করার চেষ্টা করা হয়। ‘পদত্যাগ’ করা ওই নেতা উল্লেখ করেন, ‘শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আমাকে বিচলিত করে এবং আমি অল্প সময়ে আমার ভুল বুঝতে পারি। এ ছাড়া শিবিরে যুক্ত হওয়ায় লেখাপড়ায় মারাত্মক প্রভাব পড়ে।’

সর্বশেষ খবর