শিরোনাম
সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দাবি আদায়ে অনড় শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

দাবি আদায়ে অনড় এমপিওবহির্ভূত শিক্ষকরা। তারা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গতকাল এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো অনশন করছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার থেকে তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শতাধিক শিক্ষক-কর্মচারী। তাদের দাবি তিনটি হলো- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা, যোগদানের তারিখ থেকে চাকরির বয়স গণনা করা এবং নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি বা পাঠদান বন্ধ রাখা। এর আগে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে ২৬ অক্টোবর থেকে শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন তারা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এশারত আলী বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে। অনশন কর্মসূচিতে সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডু, সহ-সভাপতি রাশেদুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক আবু সালেহসহ শতাধিক শিক্ষক অংশ নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর