সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অতিরিক্ত ভাড়া আদায় চলছেই

সিএনজি অটোরিকশা ট্যাক্সিক্যাবে ‘বখশিস’

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সিএনজিচালিত অটোরিকশাগুলো সরকার নির্ধারিত নতুন ভাড়ায় যাত্রী পরিবহন শুরু করেছে। তবে প্রথম দিনে যাত্রীদের কাছ থেকে ভালো-মন্দ মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাদের কেউ অভিযোগ করেন নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে চালকরা ‘বখশিশ’-এর নামে অতিরিক্ত ভাড়া আদায় করেন। আবার অনেকেই যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে রাজি হননি। তবে অনেক যাত্রীই বহুদিন পর মিটারে সিএনজি চালিত অটোরিকশা চড়তে পেরে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন। গতকাল যাত্রী ভোগান্তি কমাতে রাজধানীর নয়টি স্থানে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় ছিল। সড়ক ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সরেজমিন রাজধানীর বিভিন্ন স্থানে চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি পর্যবেক্ষণ করেন। তিনি জানান, কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিনের যাত্রী ভোগান্তি, ভাড়া নৈরাজ্য বন্ধ ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের দাবির মুখে নতুন ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। নতুন নিয়মে প্রথম দুই কি.মি. ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা এবং পরের প্রতি কি.মি. ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২ টাকা। এ ছাড়া বিরতিকালীন সময় ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভাড়া বৃদ্ধির প্রথম দিনেই চালকরা চুক্তিভিত্তিক ভাড়ার বদলে অতিরিক্ত ভাড়া নিয়েছেন। কেউ কেউ যাত্রীর কাছ থেকে বখশিশের নামে ২০ থেকে ৩০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করেন। বেসরকারি এক ব্যাংক কর্মকর্তা সজীব হাসান বলেন, মিরপুর থেকে নতুনবাজারে যেতে মিটারে ৭০ টাকা ভাড়া উঠলেও আমার কাছে বখশিশের নামে অতিরিক্ত ৩০ টাকা নিয়ে ১০০ টাকা আদায় করা হয়। এ ছাড়া অনেকেই অভিযোগ করেন, নির্দিষ্ট গন্তব্যে যেতে রাজি হননি অনেক চালক। বিশেষ করে অল্প দূরত্বে যেতে সিএনজি অটোরিকশা চালকরা রাজি হননি। তবে কিছু চালক মিটারে গন্তব্যে গিয়েছেন। সড়ক ও সেতুমন্ত্রী সিএনজি চালক ও মালিকদের ভূমিকার প্রশংসা করেন। তবে গতকাল সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের ওবায়দুল করিম জানান, প্রাইভেট সিএনজি ভাড়ায় চললে কিছুদিন পর অভিযান চালিয়ে ডাম্পিং করা হবে। মিটার ছাড়া প্রাইভেট নাম দিয়ে সিএনজি চালানোয় গত কয়েকদিনে এক থেকে দেড়শ প্রাইভেট সিএনজি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। তিনি সিএনজি অরাজকতা বন্ধে বিআরটিএর নম্বরে অফিস চলাকালীন সময়ে অভিযোগ জানানোর পরামর্শ দেন। এই নম্বরগুলো হলো -  ৯১১৩১৩৩, ৯১১৫৫৪৪, ৯০০৭৫৭৪।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর