সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হানিফের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশক দীপনের বাবা ‘খুনিদের মতাদর্শে বিশ্বাসী’-এমন বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

দীপন খুন হওয়ার পর তার বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ছেলে হত্যার বিচার তিনি চান না। যারা ধর্মনিরপেক্ষতাবাদ ও রাষ্ট্রধর্ম নিয়ে ‘রাজনীতি’ করছেন তাদের শুভবুদ্ধি উদয়ের প্রত্যাশাই করেন তিনি।

তার এই বক্তব্যের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, হত্যাকারীদের আদর্শে বিশ্বাসী বলেই ছেলে হত্যার বিচার চাননি বাবা আবুল কাসেম ফজলুল হক।

হানিফের এ বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হলে ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে। গত রাত সাড়ে ১১টার দিকে মাহবুব-উল আলম হানিফ নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, আসলে আমি এটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম, উনি যদি বিচার না চান, তাহলে ওই মতাদর্শের লোকেরা উৎসাহিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর