বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর দায়িত্ব রাষ্ট্রকে নিতে বললেন আদালত

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে এক তরুণীকে ধর্ষণের পর জন্ম নেওয়া শিশুর ভরণ-পোষণের ভার নিতে রাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন। বিডিনিউজ। পাশাপাশি ধর্ষণের দায়ে দোষী প্রমাণিত হওয়ায় আসামি মো. জসিমকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। দণ্ডিত জসিম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামের আবদুল হামিদের ছেলে। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে আপন চাচাতো বোনকে ধর্ষণ করে আসামি জসিম। পরে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং পালিয়ে যায়। এ ঘটনার শিকার নারী পরে একটি পুত্রসন্তানের জš§ দেন। পিপি জেসমিন আক্তার বলেন, আদালত জসিমকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। পাশাপাশি শিশুটি সাবালক হওয়া পর্যন্ত তার ভরণ-পোষণের দায়িত্ব নিতে রাষ্ট্রকে নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ খবর