শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মোবাইল ফোনের রিংটোনে জাতীয় সংগীত নয়

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীতের বাণিজ্যিক ব্যবহার অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের দেওয়া রায় বহাল রাখা হয়েছে। এ বিষয়ে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। এ রায়ের ফলে মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার নিষিদ্ধই থাকল। গত মে মাসে অন্য দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংকের করা আপিল আবেদনের নিষ্পত্তি করেও একই রায় দেন সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায়ে গ্রামীণফোনকে লিভার ফাউন্ডেশনে ও বাংলালিংককে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি রিসার্চে এবং রবি আজিয়াটা লিমিটেডকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে দাতব্য অনুদান হিসেবে ৫০ লাখ টাকা দিতে বলা হয়েছিল। আপিল বিভাগ রায়ে ওই অর্থের পরিমাণ কমিয়ে ৩০ লাখ টাকা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর