শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ওয়ার সিমেট্রিতে ১০ দেশের কূটনীতিকের শ্রদ্ধা

কুমিল্লা প্রতিনিধি

ওয়ার সিমেট্রিতে ১০ দেশের কূটনীতিকের শ্রদ্ধা

ময়নামতি ওয়ার সিমেট্রিতে শ্রদ্ধা জানান ১০ দেশের কূটনীতিক - বাংলাদেশ প্রতিদিন

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত কমনওয়েলথ যুদ্ধসমাধিতে (ওয়ার সিমেট্রি) শ্রদ্ধা জানালেন ১০ দেশের কূটনীতিক। গতকাল ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসের নেতৃত্বে ১০ দেশের হাইকমিশনার ও কূটনীতিকরা এ স্মরণ অনুষ্ঠানে অংশ নেন। দেশগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভারত, নরডিক, ফ্রান্স ও নেদারল্যান্ডস। কূটনীতিকদের আগমন উপলক্ষে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচলের  ক্ষেত্রে কড়া নজরদারি করে প্রশাসন। ওয়ার সিমেট্রি ও এর আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার এবং স্থানীয় সাংবাদিকদের ওয়ার সিমেট্রিতে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।কূটনীতিকরা ময়নামতি যুদ্ধসমাধির পশ্চিম পাশে অবস্থিত হলি ক্রুশ পাদদেশে ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে নিহত সৈনিকদের স্মরণ করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও ৩৩ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল এনায়েত উল্লাহ পিএসসি। স্মরণ অনুষ্ঠান শেষে কূটনীতিকরা সমাধিস্থল পরিদর্শন এবং দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

উল্লেখ্য, ১৯৪১ থেকে ’৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সৈনিককে ময়নামতির এ যুদ্ধসমাধিতে সমাহিত করা হয়। ১৯৬২ সালে একজনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে এখানে সমাধির সংখ্যা দাঁড়ায় ৭৩৭-এ। ময়নামতিতে মুসলিম ১৭২, বৌদ্ধ ২৪, হিন্দু ২ ও খ্রিস্টান ৫৩৯ জনের সমাধি রয়েছে। কমনওয়েলথ গ্রেভ ইয়ার্ড কমিশন এ যুদ্ধসমাধি ক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর