শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এবার ৩২ জেলায় আলাদা ইজতেমা

বরিশালে ১০ ডিসেম্বর জানুয়ারিতে টঙ্গী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

 রাজধানী সংলগ্ন টঙ্গীতে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের চাপ কমাতে এ বছর ৩২ জেলায় আগাম আলাদা ইজতেমা অনুষ্ঠিত হবে। আগাম ইজতেমা হওয়া জেলার মুসল্লিরা টঙ্গী ময়দানে অংশ নেবেন না। বাকি ৩২ জেলা ও বিদেশি অতিথিদের নিয়ে জানুয়ারিতে দুদফায় টঙ্গীতে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। বরিশাল নগরীর নবগ্রাম রোডে পশু প্রজনন কেন্দ্র কার্যালয়ের বিপরীতে সরদার পাড়া সড়কে আগামী ১০, ১১ ও ১২ ডিসেম্বর তিন দিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে। কৃষি জমির কমপক্ষে ১০ একর জায়গা ইজতেমা আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে স্বেচ্ছাশ্রমে ওই জমি সংস্কারের কাজ শুরু হয়েছে। এ ছাড়া বরগুনা ও পিরোজপুর জেলায় আগাম ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে তারিখ এখনো নির্ধারণ হয়নি। বরিশালে ইজতেমার আয়োজনকে স্বাগত জানিয়ে গতকাল সকালে নগরীতে শুভেচ্ছা মিছিল করেছে তাবলিগ জামাত অনুসারীরা।

নগরীর চৌমাথা মারকাজ মসজিদের ইমাম মাওলানা মো. মহসিন জানান, প্রতি বছর জানুয়ারিতে টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমায় দেশের ৬৪ জেলা ও বিদেশি মেহমানসহ ২০ লক্ষাধিক মুসল্লি অংশ নেন। এত সংখ্যক মুসল্লির সমাগমে ইজতেমা কার্যাক্রমে বিঘ্ন ঘটে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবার দেশের ৩২টি জেলায় পৃথক ইজতেমা আয়োজন করা হচ্ছে। ডিসেম্বর মাসের মধ্যে বরিশালসহ ৩২ জেলার ইজতেমা সম্পন্ন হবে। বাকি ৩২ জেলার মুসল্লিরা জানুয়ারিতে টঙ্গীর মূল ইজতেমায় অংশ নেবেন। বরিশালের জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান জানান, বরিশালে ইজতেমার আয়োজকরা জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছেন। ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর