শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নাশকতার আশঙ্কায় যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নাশকতার আশঙ্কায় যৌথ অভিযান

নিরাপত্তা জোরদারে গতকাল চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী -বাংলাদেশ প্রতিদিন

সন্ত্রাসী হামলার আশঙ্কায় চট্টগ্রামজুড়ে যৌথ অভিযান শুরু করেছে র‌্যাব-পুলিশ-বিজিবি। গতকাল থেকে নগর ও জেলার বিভিন্ন পয়েন্ট ব্লক ও সারপ্রাইজ চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং সাঁড়াশি অভিযান করছেন যৌথবাহিনীর সদস্যরা।

র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘নিশ্চিত নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে অন্যান্য বাহিনীর সঙ্গে র‌্যাবও কাজ করছে। নিয়মিত চেকপোস্টের বাইরে সারপ্রাইজ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।’ চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ‘বিদেশি হত্যাকাণ্ডের পর থেকে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।’ জানা যায়, চট্টগ্রামের অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর, বাস টার্মিনাল, রেল স্টেশনসহ কেপিআইগুলোর বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর