রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সমন্বিত উদ্যোগ চায় ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সমন্বিত উদ্যোগ চায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি বলেছে, ব্যবসা পরিচালনায় নতুন তথ্য-প্রযুক্তি ব্যবহার এবং দক্ষ জনবল তৈরি করতে হবে। তাই এসডিজি বাস্তবানের জন্য সরকারি-বেসরকারিখাত এবং অন্যান্য অংশীজন বা স্টেকহোল্ডাদের সমন্বয়ে ফোরাম গঠননের আহ্বান জানিয়েছে ডিসিসিআই। গতকাল মতিঝিলের চেম্বার ভবনে ডিসিসিআই আয়োজিত ‘এমডিজি থেকে এসডিজিতে রূপান্তর : ব্যবসা-বাণিজ্যের পরিপ্রেক্ষিতে সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি হোসেন খালেদ। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর