মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সমুদ্রসম্পদ ব্যবহারকারী সংস্থার মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘সমুদ্র ঘূর্ণি-২০১৫’-এর অংশ হিসেবে গতকাল খুলনা নৌ-অঞ্চলে দুই দিনব্যাপী  সমুদ্র সচেতনতাবিষয়ক সেমিনার শুরু হয়েছে। খুলনা নৌবাহিনী ঘাঁটি তিতুমীর ফেয়ারওয়ে হলে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন কমডোর শামসুল আলম।

সমুদ্রসম্পদ ব্যবহারকারী সংস্থাসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সেমিনারের প্রথম দিনে সমুদ্রপথে বাণিজ্যের সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজসম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, সমুদ্রসম্পদের নিরাপত্তা রক্ষায় চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা বেগম, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুল কবীর, ট্যুর এসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক মাসুদ হোসাইন প্রমুখ।

সর্বশেষ খবর