বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিকাশের পরিবেশ তৈরির আহ্বান

বিডিআই সম্মেলন

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে ধর্মীয় চরমপন্থির উত্থান রোধ এবং রাজনৈতিক সমঝোতার উদাত্ত আহ্বান জানানো হয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে তিন দিনব্যাপী বিডিআই (বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ) সম্মেলনে। এনআরবি নিউজ।

আহ্বান জানানো হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সত্যিকার অর্থে বিকাশের পরিবেশ তৈরির জন্য। তবে মন্তব্য করা হয়, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে চরম ধর্মনিরপেক্ষ হিসেবে প্রতিষ্ঠার যে বক্তব্য-বিবৃতি এবং অঙ্গীকার করা হয় তা বাস্তবিক অর্থে সম্ভব নয়। বলা হয়, তাই বলে ইসলামিক রাষ্ট্রব্যবস্থা চালুরও প্রয়োজন নেই। এমন একটি রাজনৈতিক ব্যবস্থা অবলম্বন করা যেতে পারে, যেখানে ধর্মনিরপেক্ষতার মৌলিক বিষয়গুলো সমুন্নত থাকবে এবং একই সঙ্গে ইসলামিক কালচার এবং ঐতিহ্যও অবদমিত হবে না। সম্মেলনে প্রশংসা করা হলো গ্রামবাংলার খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে তথ্য-প্রযুক্তির সমন্বয় ঘটানোর সুদূরপ্রসারী কার্যক্রম তথা ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির। রাজধানী ঢাকা, বিশেষ করে মতিঝিল এলাকার ট্রাফিক জট হ্রাসে পার্কিং ফি দৈনিক ১০ টাকার পরিবর্তে প্রতি ঘণ্টায় ১৫ থেকে ১৯ টাকা নির্ধারণের জোরালো যুক্তি প্রদর্শন করা হলো। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের সর্বাÍক সহায়তায় বিভিন্ন কর্মসূচির আলোকপাতও করা হলো। বলা হলো, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ধরে রাখতে প্রবাসী এবং কঠোর পরিশ্রমী বাংলাদেশিদের অসাধারণ কর্মনিষ্ঠার কথা।

সর্বশেষ খবর