শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সরবরাহ বাড়ায় কমেছে শীতের সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

সরবরাহ বাড়ায় কমেছে শীতের সবজির দাম

বাজার দর

রাজধানীর কাঁচাবাজারগুলোয় শীতের সবজির সরবরাহ বাড়ছে। ফলে দাম অনেকটাই সহনীয় পর্যায়ে নেমে এসেছে। গত সপ্তাহে যেসব সবজির দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা, সেগুলোর বেশির ভাগেরই দাম গতকাল পর্যন্ত ৫০ টাকায় নেমে এসেছে। ধারণা করা হচ্ছে, দাম আরও কমবে।

একই সঙ্গে কমেছে সব ধরনের শাক ও মাছের দাম। দোকানগুলোতে থরে থরে সাজানো সব ধরনের শাক ও তরিতরকারির সতেজ উপস্থিতিই বলে দেয় শীতের শাক-সবজির সরবরাহ বাজারে বেড়েছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকায় অন্য মুদিপণ্যের দামও স্থিতিশীল রয়েছে। গতকাল সরেজমিন রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র মিলেছে। বাজারে দেখা যায়, বেশির ভাগ সবজিই ৫০ টাকার কমে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের ৭০-৮০ টাকার শিম এখন ৪০-৫০ টাকা, ৭০-৭৫ টাকার বরবটি ৪০-৫০, ধুন্দুল ৪০-৪২, বেগুন ৪০, টমেটো ৯০-১০০, কাঁকরোল ৫০, পটল ৪০, মুলা ২০, করলা ৬০, পেঁপে ৩০, আলু ৩০, নতুন আলু ৯০, কচুর লতি ও কচুমুখী ৪০, শসা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি পিস লাউ ৪০-৫০, ফুলকপি ২০, পাতাকপি ২০-২৫, চালকুমড়া ৩৫, কাঁচকলার হালি ২৫ টাকায় বিক্রি হচ্ছে। পুঁইশাকের প্রতিআঁটি ১০ টাকা, পালংশাক ১০ টাকা, লাউ শাক ১০ টাকা, লাল শাক ওজনভেদে ৫-৮ টাকা এবং কলমি শাক ৫ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়াও সরবরাহ বাড়ায় কমেছে পিয়াজের দামও। বাজারে প্রতিকেজি দেশি পিয়াজ ৫০ ভারতীয় পিয়াজ ৪৫ ও মিয়ানমারের পিয়াজ ৪০ টাকায়; দেশি রসুন ৮০-৯০ টাকা, চীনা রসুন ১০৫-১১০ ও তিন দানা রসুন ১৩০ টাকা এবং ধনেপাতা প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর