রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

৫৩ হাজার করদাতার রিটার্ন দাখিল

নিজস্ব প্রতিবেদক

তিন দিনের শীতকালীন আয়কর মেলায় ৫৩ হাজার ২৫৯ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ঢাকাসহ দেশের ৭টি বিভাগীয় শহরে গতকাল শেষ হওয়া মেলায় রিটার্ন দাখিলের বিপরীতে সরকার আয়কর পেয়েছে ৬২ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৩০৬ টাকা। এ সময় ৩ হাজার ১৪৯ জন নতুন করদাতা ই-টিআইএন গ্রহণ করেছেন। তবে পুরান করদাতাদের মধ্যে মাত্র ২৪৫ জন করদাতা ই-টিআইএন পুনঃরেজিস্ট্রেশন করেছেন। গতকাল মেলার শেষ দিন সাপ্তাহিক ছুটি থাকায় আয়কর মেলার মূল কেন্দ্র রাজধানী বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণ হয়ে ওঠে নবীণ-প্রবীণ করদাতা ও কর কর্মকর্তাদের মিলন মেলায়। বৃহস্পতিবার প্রথমবারের মতো শুরু হওয়া তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলা গতকাল বিকালে শেষ হয়েছে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে। এতে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ) আবদুর রাজ্জাকসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নজিবুর রহমান বলেন, প্রথমবারের মতো আয়োজিত এই শীতকালীন আয়কর মেলায় ব্যক্তি-শ্রেণির করদাতাদের সাড়া পেয়ে আমরা আনন্দিত। আগামীতে রাজধানীর শেরেবাংলা নগরে এনবিআরের নিজস্ব ভবনে এই মেলার পরিধি আরও বাড়ানো হবে। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে করপোরেট ও ব্যক্তি-শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলে প্রত্যাশিত সাড়া পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর