শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রেল কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচনে বিএনপি-ওয়ার্কার্স পার্টির ঐক্য!

১৪-দলীয় জোটে বিরূপ প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট রাজশাহী সদর কমিটির নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করছে বিএনপি ও ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টির নেতৃত্বাধীন বাংলাদেশ রেলওয়ে ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগ (বারওয়েল) থেকে শামিমুল হক শামিম ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের হাফিজুর রহমান সাগর একই প্যানেলে নির্বাচন করছেন। বিএনপি ও ওয়ার্কার্স পার্টির নিয়ন্ত্রণাধীন দুটি শ্রমিক সংগঠনের নেতারা একই প্যানেলে নির্বাচন করায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট রাজশাহী সদর কমিটির নির্বাচন ১৩ ডিসেম্বর। সারা দেশে কল্যাণ ট্রাস্টের আটটি আঞ্চলিক কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি ইউনিট থেকে তিনজন করে প্রার্থী নির্বাচিত হবেন। এদের মধ্যে প্রত্যেক ইউনিট থেকে একজন করে নির্বাচিত প্রতিনিধি কেন্দ্রীয় ব্যবস্থা পরিষদের সদস্য হবেন। নির্বাচনে ওয়ার্কার্স পার্টি নেতৃত্বাধীন রেলওয়ে শ্রমিক সংগঠন থেকে শামিমুল হক শামিমের ব্যালট নম্বর-৪। তিনি মই প্রতীকে লড়ছেন। একই প্যানেলের বিএনপি নেতৃত্বাধীন হাফিজুর রহমান সাগরের ব্যালট নম্বর-৫। তিনি মাছ প্রতীকে নির্বাচন করছেন। অন্যদিকে রেলওয়ে শ্রমিক লীগ তিনজনকে মনোনয়ন দিয়েছে। এর মধ্যে ওয়ালী খান, ব্যালট নম্বর-১, ছাতা প্রতীক; মোতাহার হোসেন বুলু, ব্যালট নম্বর-২, চেয়ার এবং মেহেদী হাসান, ব্যালট নম্বর-৩, তালা প্রতীকে নির্বাচন করছেন। এ ছাড়া ট্রেড ইউনিয়ন কেন্দ্রের রেজাউল করিম, ব্যালট নম্বর-৬, কুঁড়েঘর প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে ওয়ার্কার্স পার্টি ও বিএনপি নেতৃত্বাধীন রেলওয়ে শ্রমিক সংগঠনের দুই নেতা একই প্যানেলে নির্বাচন করায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। মহানগর আওয়ামী লীগ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘মহাজোটের শরিক নেতা-কর্মীদের সম্পর্কে অবিশ্বাস বাড়বে।’

সর্বশেষ খবর