শিরোনাম
শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগের চাপে নিয়োগ স্থগিত করল প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ছাত্রলীগের চাপে নিয়োগ স্থগিত করল প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সেকশন অফিসার পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রলীগ নেতাদের পছন্দের অধিক প্রার্থীকে নিয়োগদানে চাপ দেওয়ায় তা স্থগিত করা হয়। গত অক্টোবরে সেকশন অফিসারসহ বিভিন্ন পর্যায়ের ৩৩টি পদের বিপরীতে নিয়োগদানের বিজ্ঞপ্তিতে দেওয়া হয়। তারই আলোকে চারটি সেকশন অফিসার পদে ১ ও ২ ডিসেম্বর কোনো ধরনের পরীক্ষা ছাড়াই সাক্ষাত্কার গ্রহণের জন্য প্রায় ২৭৯ জন প্রার্থীকে ডাকা হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের ৭০তম সিন্ডিকেটে সে নিয়োগ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

জানা গেছে, সেকশন অফিসারের চারটি পদের বিপরীতে ২৭৯ জন আবেদন করেন। এতে নিজেদের পছন্দের তালিকা দিয়ে প্রশাসনকে চাপ দিয়ে আসছিলেন জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সম্পাদক সিরাজুল ইসলাম। কিন্তু প্রশাসন থেকে জানানো হয়,অতিরিক্ত কাউকে নেওয়ার সুযোগ নেই। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে সকাল থেকে উপাচার্যের কার্যালয়ে এসে জোর তদবির চালান জবি ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম রিপন, সম্পাদক গাজী আবু সাঈদ আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ, যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন ও ওমর ফারুক। পরে বাধ্য হয়ে সেকশন অফিসার নিয়োগের প্রক্রিয়া স্থগিত করে সিন্ডিকেট। তবে সিন্ডিকেটে নৈতিক স্খলনের দায়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মেজবাহ উল আজম সওদাগরকে সহকারী অধ্যাপক থেকে পদাবনতি দিয়ে প্রভাষক করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, যাচাই-বাছাইয়ের স্থগিত করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর