শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিশু শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের পিএসসি ফলপ্রার্থী সজল খান সাগরের (১০) স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হওয়ার। শহরের বড় স্কুলে লেখাপড়া করার। কিন্তু ঘাতকের নির্মম আঘাতে সব স্বপ্ন ‘স্বপ্নই’ থেকে গেল। পরীক্ষার ফল প্রকাশের আগেই চলে গেল না-ফেরার দেশে। বুধবার গভীর রাতে পুলিশ হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) খাল থেকে সজল নামে শিশু শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্থানীয় আবুল কাসেম প্রকাশ বার্মা কাসেমের ছেলে মুছা (১৬) ও রাসেলকে (১৪) আটক করে। নির্মমভাবে খুন হওয়া সজল বরুমচড়া নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষা দেয়। আটক দুই কিশোর পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে জানা যায়। জানা যায়, বরুমচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুস ছবুরের ছেলে সজলকে মঙ্গলবার সন্ধ্যায় একই বাড়ির আবুল কাসেম প্রকাশ বার্মা কাসেমের ছেলে মুছা (১৬) ও আবদুল জলিলের ছেলে আরাফাত (১৫) বটতলী রুস্তমহাট এলাকার একটি মিলাদুন্নবী জলসায় যাওয়ার কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে সজল ঘরে ফিরে না আসায় মুছা ও আরাফাতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কোনো খবর না পাওয়ায় সবার সন্দেহ জাগে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর