শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঢাবিতে ২য় প্রাণিবিজ্ঞান অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দ্বিতীয় প্রাণিবিজ্ঞান অলিম্পিয়ার্ড-২০১৫-এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি আয়োজিত এই অলিম্পিয়ার্ডে দেশের ৯টি অঞ্চলের শিক্ষার্থীরা অংশ নেয়। ফাইনাল রাউন্ডে ১৩ প্রতিদ্বন্দ্বীর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে এস এম শাহরিয়ার শিহাব প্রথম ও অর্পিতা দাস দ্বিতীয় এবং সিনিয়র ক্যাটাগরিতে প্রভাকর সরকার প্রথম ও মো. জোবায়ের দ্বিতীয় হয়েছেন। আগামীকাল সকালে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠেয় প্রাণিবিজ্ঞান সমিতির দ্বি-বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় তাদের পুরস্কৃত করা হবে।

এদিকে অলিম্পিয়ার্ডের ফাইনাল রাউন্ড শেষে একটি র্যালি বের করেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক খান হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নিয়ামুল নাসের, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ অংশ নেয়।

সর্বশেষ খবর