শিরোনাম
শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
এ মাসেই দুটি শৈত্যপ্রবাহ

কুয়াশার চাদরে গোটা দেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলা ঋতু পরিক্রমায় এখন অগ্রহায়ণ মাস। শীত পুরোপুরি জেঁকে না বসলেও প্রকৃতিতে শীতের আমেজ স্পষ্ট। কুয়াশার চাদরে মোড়া দেশবাসীকে জানান দিচ্ছে আসি আসি করে শীত এসে পড়েছে। আর গতকাল দুপুরের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পাকাপাকিভাবে শীত নামিয়ে দেওয়ার সব আয়োজন শেষ করেছে। আবহাওয়া অধিদফতর বলছে, গতকালের বৃষ্টি শীতেরই পূর্বাভাস। শীতকে স্বাগত জানাতেই বৃষ্টির এই ঝরে পড়া। সূত্র বলছে, চলতি ডিসেম্বর মাসের শেষদিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুইটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর