শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঢাবিতে দুই দিনব্যাপী বোস কনফারেন্স শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী বোস কনফারেন্স শুরু হয়েছে। ঢাবি বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস-এর উদ্যোগে ‘পদার্থ বিজ্ঞানে সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক এ কনফারেন্স শুরু হয়। 

ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবদুল আজিজ, বোস সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক এ এম হারুন-অর-রাশিদ, বর্তমান পরিচালক অধ্যাপক শামীমা কে চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সত্যেন্দ্র নাথ বোসের জীবন ও কর্মের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এস এন বোসের ছাত্র অধ্যাপক পার্থ ঘোষ। মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, এস এন বোস পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছেন। বিশেষ করে পদার্থ বিজ্ঞানে তার আবিষ্কার ও গবেষণা চিরস্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিজ্ঞান চর্চা ও গবেষণার পাশাপাশি এস এন বোস সাহিত্য-সংস্কৃতি চর্চাও করেছেন। বিশ্বের বিজ্ঞান জগতে তার অবদান অমর হয়ে থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর