শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পার্কিংমুক্ত হলো তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সড়ক

মেয়রের কাছে ক্ষমা চাইলেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী বাস টার্মিনাল ও তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়ক পার্কিংমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়কে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। মেয়র আনিসুল হক বলেন, সবাইকে নিয়েই এ স্ট্যান্ডটি পার্কিংমুক্ত করা হয়েছে। আমার প্রচেষ্টা থাকবে সবাইকে নিয়ে ঢাকাকে যানজটমুক্ত রাখা। এর আগে, গত বুধবার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকাটিকে যানজটমুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, আনিসুল হক তার নির্বাচনী ওয়াদা পালন করছেন। শহরের যেখানে যানজট হবে তা মুক্ত করার জন্য তিনি ছুটে যাবেন। তিনি আধুনিক ট্রাকস্ট্যান্ড তৈরি করে এলাকার প্রত্যেকের স্বপ্ন পূরণ করবেন। ঢাকা শহরকে যানজটমুক্ত করতে প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সে লক্ষ্যে কাজ চলছে। মেয়র যে অধ্যায়ের সূচনা করেছেন, যে ভূমিকা নিয়েছেন তার ফলে ট্রাকস্ট্যান্ডের এলাকাটি সুন্দর হয়েছে। মেয়র বলেন, রাজনৈতিক সদিচ্ছা দিয়ে সবকিছু করা যায়। প্রধানমন্ত্রী আমাকে রাজনৈতিক সদিচ্ছার শক্তি দিয়েছেন। যানজটমুক্ত, সবুজ ও নিরাপদ ঢাকা গড়ে তুলতে কাজ শুরু করেছি। সবাইকে নিয়ে এই কাজ করতে হবে। তেজগাঁওয়ের রাস্তাটিকে পার্কিংমুক্ত করে মেয়র বলেন, এ রাস্তাটি হবে উত্সবের রাস্তা। রাস্তার চারপাশের দেয়ালগুলো সাজানো হবে, ছবি থাকবে। এখানে বৈশাখী মেলা হবে। আমরা আধুনিক ট্রাকস্ট্যান্ড তৈরির জন্য জমি খুঁজছি।

এদিকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গত ২৯ নভেম্বর ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হকের সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়েছে ট্রাক শ্রমিকরা। তেজগাঁও ট্রাক টার্মিনালকে ‘পার্কিংমুক্ত ঘোষণার’ অনুষ্ঠানে শ্রমিকদের পক্ষে ক্ষমা চান বাংলাদেশ ট্র্যাক কাভার্ড ভ্যান এবং ট্রান্সপোর্ট এজেন্সি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান। 

সর্বশেষ খবর